Untitled

বান এসেছে মরা গাঙে খুলতে হবে নাও |
তোমরা এখন ঘুমাও!
কত যুগ গেছে কেটে দেখেছ কত স্বপন
এবার বদর বলে ধর বৈঠা জীবন-মরণ পণ |
দমকা হাওয়ার কাল গিয়েছে--
ফাগুন বইছে পাল খাটাও ||
অবহেলে থাকলে বসে কাঁদতে হবে সারা জীবন ;
যুগ-যুগান্তরের তপস্যাতে, মিলছে এমন লগন |
পারের মাঝি হাল ধরেছে--
মিছে পরের মুখ তাকাও ||

Rate this poem: 

Reviews

No reviews yet.