Untitled

বল ভাই মেতে যাই বন্দেমাতরম্
বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ |
ভারত সন্তান, নিয়ে মায়ের নাম,
হও আগুয়ান, নাচবে এ প্রাণ,
নাম মধুরম্ ;
বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ |
নাম গানে, এ মরা প্রাণে,
জ্বলছে আগুন, জ্বলিবে দ্বিগুণ,
নামই রুদ্রম্ ;
বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ |
আসবে প্রাণে বল, মায়ের নাম কর সম্বল,
দেল্ দরিয়ায় উঠবে তুফান,
মন্ত্র গভীরম্ ;
বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ , বন্দেমাতরম্ |

Rate this poem: 

Reviews

No reviews yet.