Untitled

ছেড়ে দেও কাঁচের চুড়ী বঙ্গনারী,
কভু হাতে আর প'রো না |
জাগ গো জননী ও ভগিনী,
মোহের ঘুমে আর থেকো না ||
কাঁচের মায়াতে ভুলে শঙ্খ ফেলে,
কলঙ্ক হাতে আর প'রো না |
তোমরা যে গৃহলক্ষ্মী ধর্মসাক্ষী,
জগত্ ভ'রে আছে জানা |
চটকদার কাঁচের বালা ফুলের মালা,
তোমাদের অঙ্গে শোভে না ||
বলিতে লজ্জা করে প্রাণ বিদরে,
কোটি টাকার কম হবে না |
পুঁতি কাঁচ ঝুটো মুক্তায় এই বাংলায়,
নেয় বিদেশী কেউ জানে না ||
ঐ শোন বঙ্গমাতা শুধান কথা,
জাগ আমার যত কন্যা |
তোরা সব করিলে পণ মায়ের এ ধন,
বিদেশে উড়ে যাবে না ||
আমি অভাগিনী কাঙ্গালিনী,
দু'বেলা অন্ন জোটে না |
কি ছিলেম, কি হইলেম, কোথায় এলেম,
মা যে তোরা চিনলি না ||

Rate this poem: 

Reviews

No reviews yet.