Untitled

সাগরের কাছে গেলে নদী আর নদীটি থাকে না
তবু তার আজন্ম ইচ্ছের ব্রত সমুদ্রসঙ্গম
আগুনের সোহাগী ছোঁয়ায় পোড়ে পতঙ্গের প্রাণ
কে ফেরায় বল তার অগ্নিমুখী যাত্রা পারঙ্গম!

জন্ম মানে অমোঘ মৃত্যুর কাছে লেখা দাসখত
মানুষের কাঙক্ষা তবু পৃথিবীতে অযুত জীবন
কিছুটা প্রকাশ মানে বেশি কিছু গোপনের দায়
তবুও কলম পিষে রাত জাগে তৃষাতুর মন।

Rate this poem: 

Reviews

No reviews yet.