Untitled

'আকাশে চাঁদ জাগে আরো জাগে হেনা'...
এমন গানের তালে নাচের মুদ্রায় তুমি জেগে উঠেছিলে
আর কেউ কেউ জেগেছিল সারারাত
রাতজাগা রাতে কারো কারো কানে বাজে
'আমার এ দুনয়নে ঘুম তো আসে না'...
নাচের মুদ্রায় তুমি মঞ্চ নয় মন মাতিয়েছো।

নাচের স্কুলে তুমি যাওনি কখনো
তোমার দেহের ভাঁজে খেলে যায় নাচের ঠমক
ফাইভফিফটিফাইভ রত্নাও হার মেনে যায়।

তুমি কোনো যাত্রাদলে যাওনি কখনো
তোমার চোখের বাঁকা চাউনির ঠার
ক্লিওপেট্রাবেশী শবরী দাশগুপ্তাকে মনে এনে দেয়।

তুমি সংসারেই আছো
রঞ্জন দেবনাথ বুঝি তোমার কথা ভেবেই
'নন্দরানীর সংসার' লিখেছেন।
নন্দরানীর সংসারে সুখ এসেছিল
সুখী হও নন্দরানী।
তোমার কাহিনী নিয়ে লেখা হোক
'সংসারে সঙ সার' পালা!

Rate this poem: 

Reviews

No reviews yet.