Untitled

সময়ের ফুলখড়ি লেখে ইতিহাস
যাবতীয় দুষ্টুক্ষুধা, ভূগোল, পুরাণ-
বিকেল-বাতাসে ভাসে শ্লৈষ্মিক বক্তৃতা
পল্টনের মাঠে চলে নিন্দাজয়গান।

আমাদের ক্ষেত্রমিতি পূর্ণ হয় রোজ
ভরে ওঠে শাদাপৃষ্ঠা শূন্য-তালিকায়
ঋণপত্র জমে-জমে পর্বত-সংহিতা
অসহায় অপরাধ নিত্য বেড়ে যায়।

একদিন এইসব পুরনো দলিল
পুড়ে হবে ভস্মসাৎ ব্যর্থ হাহাকারে
তবুও সমুদ্রগামী আমাদের আশা
রা পাবে নামমুদ্রা কালের বিচারে।

আমি তো থাকি না বসে অর্থহীন ভেবে
জীবনের নৈশগাড়ি সব তুলে নেবে।

Rate this poem: 

Reviews

No reviews yet.