Untitled

আমি গান করিতাম গাইতে দিলে গান |
সে গানে মাতিয়ে দিতাম প্রাণ ||
গলাটা বেশ করে সেধে,
সুরটা নিতাম পঞ্চমে বেঁধে |
তানে প্রাণ উঠত রে মেতে,
সবার দিল-দরিয়ায় বইত রে উজান ||
দিতাম একটা এমন অট্টহাস,
জগত্টার কেটে যেত পাশ |
ঝড়ের মত বইত রে বাতাস,
উড়িয়ে নিত কাল মেঘখান ||
সুখ-রবি কিরণ ছড়াত,
সব ঘুমের মানুষ চমকে উঠত ;
এ মুকুন্দ একাই পারত,
জগত্ ধরে দিতে একটা টান ||

[১৯০৮-১৯০৯ সালে ইংরেজ সরকার রাজদ্রোহের অপরাধে কবিকে সুদূর দিল্লী সেন্ট্রাল
জেলে তিন বছরের জন্য সশ্রম কারাদণ্ডের সময়ে রচিত |]

Rate this poem: 

Reviews

No reviews yet.