Untitled

চাঁদতে ধীর লয়ে একটু একটু করে
ঢেকে দিচ্ছে চিরচেনা এই পৃথিবী!

ঠাসাঠাসি ভিড়ে
ভিড়াক্কার
ছিন্ন-তাঁবু জোড়া তাপ্পি...

--তোমার দৈন্যদশা
তবু ঘুচল কই ?
ছন্দ-মিল আর
অক্ষরবৃত্ত,
মাত্রা বৃত্ত
নিয়ে নিরবধি তোমার
ডানা ঝাপটানো!

আজও কতদূর ? মই--

কিচিরমিচির কিচিরমিচির
করে শালিখ ও চড়ুই...

ভাসমান বাতাসে
দেখি, কেলি তরে জুঁই।

0
No votes yet

Reviews

No reviews yet.