-
একবার গালভরা মা-ডাকে।
মা ব’লে ডাক্ মা ব’লে ডাক্,
মা ব’লে ডাক মাকে।
ডাক্ এম্নি ক’রে আকাশ, ভুবন
সেই ডাকে যাক ভ’রে
আর ভায়ে ভায়ে এক হয়ে যাক
যেখানে যে থাকে।
দুটি বাহু তুলে নৃত্য ক’রে
ডাক রে মা মা বলে,
আর নেচে নেচে আয় রে মায়ের
ঝাঁপিয়ে পড়ি কোলে;
মায়ের চরণ দুটি জড়িয়ে ধ’রে
আন্ রে মায়ে লুটে,
ছেলের শুনলে সে-ডাক দেখব সে মা
কেমন করে থাকে।
দিয়ে করতালি মা মা বলি
ডাক্ রে এমনিভাবে,
উঠে প্রবল বন্যা ভাবে ভুবন
ভাসিয়ে ন্যে যাবে,
মায়ের বুকের উপর আছড়ে প’ড়ে
চক্ষু দুটি মুদে,
আমার গান ভেসে যাক প্রাণ ভেসে যাক
দেখি শুধুই মাকে।
[দ্বিজেন্দ্রগীতি, দেশাত্মবোধক গান]
Reviews
No reviews yet.