Untitled

বাড়ী যদি বর্ধমান
খাবেন সুখে মর্তমান |
বাড়ী যদি হুগলী
খাবেন সুখে গুগলী |
বাড়ী যদি কলকাতা
খাবেন সুখে ওলপাতা |
বাড়ী যদি হাবড়া
মনের সুখে খা বড়া |
বাড়ী কি মেদিনীপুর ?
খাবেন সুখে তালের গুড় |
বাড়ী যদি বাঁকড়া
খাবেন সুখে কাঁকড়া |
বাড়ী যদি বীরভূম
খাবেন ছাতু মাশরুম |
বাড়ী কি মুর্শিদাবাদ ?
কোর্মা খাবেন মশলা বাদ |
বাড়ী যদি মালদা
খাবেন সুখে চালতা |
বাড়ী যদি দিনাজপুর
খাবেন সুখে চানাচুর |
বাড়ী কি জলপাইগুড়ি ?
খাবেন সুখে গুড়গুড়ি |
বাড়ী যদি দার্জিলিং
গাঁজা খাবেন চার ছিলিম |

- ১৯৫৪

Rate this poem: 

Reviews

No reviews yet.