Untitled

উপাসকের বিপরীত শব্দ ভিখিরি

ভালো শোনায় যদি বলা যায় ভিক্ষুক

ভিক্ষুক এলে ঠিক পেছনে দাঁড়িয়ে বৌদ্ধধর্ম

তার পেছনে দাঁড়িয়ে তন্ত্রসাধনা

ততক্ষণে উপাসকের বিপরীত শব্দ উপাসক

আরো ঘোর উপাসক

যে-লোকটা পৃথিবীতে প্রথম প্যাদানি খেয়েছিল সেই কবি

সে চেয়েছিল শব্দের দ্বিবিধ অর্থ কবিতার ডাবলমিনিং

নিম্নাধিকারী ও জ্ঞানীর জন্য একেবারে আলাদা

কেননা সে-ই টের পেয়েছিল মুখ ও মুখোশ

ঋণী ও মহাজন

প্যাঁদানি ও শুশ্রুষা-

সে জানে মারপ্যাঁচ

তারই জন্য অপেক্ষা করছে

পৃথিবীর সবচেয়ে হিংস্র চাবুক

Rate this poem: 

Reviews

No reviews yet.