Untitled

যাত্রা শুরু।
কনসার্ট বেজে ওঠে খোলামঞ্চে
গ্রিনরুমে হ্যাজাকের উজ্জ্বল আলোয়
মেকআপ নেয় কুশলীরা

যাত্রা শুরু।
রাজারানি নেই আজ
কেউ হয় গরিব কেরানি আর
কেউ হয় মেধাবী সুজন
ধনীর দুলালী এসে অর্থমূল্যে কিনে নেয়
কেরানির ভরসার স্থল।

যাত্রা শুরু।
ভোগ শেষে পড়ে থাকে
সুজনের গরিব শরীর।
বাবা তার বসে আছে ঘরের দাওয়ায়
মা গেছেন রোগেভুগে পরপারে একা।

যাত্রা শুরু।
দুলালীর রূপ ফিকে হলে
ফিরে আসে সুজনের কাছে
অনেক চোখের জলে
অনেক কালের দামে
দুলালীর ঠাঁই হয় সুজনের ঘরে
মহাসুখে কেঁদে ওঠে কেরানির বুক।

যাত্রা শুরু।
যাত্রা শুরু।...

Rate this poem: 

Reviews

No reviews yet.