Untitled
ধোঁয়ার প্রলেপ দেয়া কপালে যে আঘাত সারেনি
বাস্তবের দ্বারা প্রতারিত সেরকম এক ভবিষ্যতে
অতীতকে যতোটা আনলোড করা যায়
দুঃখ হল যে অনৈক্য আর আগের মতন নেই রে
দ্যাখ-না কেমন বেজে চলেছে তালাদেয়া বাড়ির টেলিফোন
আর ছিটকিনি-বন্ধ অন্ধকারে বিরক্ত হচ্ছি আমরা
১৯৯৭
Reviews
No reviews yet.