Untitled
কী মাধুর্য জন্মভূমি জননী তোমার!
হেরিব কী তোমারে মা নয়নে আবার।
কত দিন আছি ছাড়ি,
তবু কি ভুলিতে পারি,
তবুও জাগিছ মাত হৃদয়ে আমার।
লালিত শৈশব যথা যাপিত যৌবন,
ভুলিতে সে- প্রিয় দৃশ্য চাহে কী গো মন,
প্রতি তরুলতা সনে
মিশ্রিত জড়িত মনে,
স্মৃতিচোখে প্রিয় ছবি হেরি বারবার।
তোমা বিনা অন্য কারে মা বলে ডাকিতে,
কখনো বাসনা মাত নাহি হয় চিতে;
অভূষণ শোভারাশি,
মাতঃ তব ভালবাসি;
চাই না সুরম্য স্থান নানা অলঙ্কার।
স্বর্গীয় মাধুর্যময় স্বদেশ আমার!
[দ্বিজেন্দ্রগীতি, দেশাত্মবোধক গান]
Reviews
No reviews yet.