Untitled
কীসের শোক করিস ভাই –
আবার তোরা মানুষ হ’।
গিয়াছে দেশ দুঃখ নাই, —
আবার তোরা মানুষ হ’।।
পরের পরে কেন এ রোষ,
নিজেরাই যদি শত্রু হস্?
তোদের এ যে নিজেরই দোষ –
আবার তোরা মানুষ হ’।
ঘুচাতে চাস যদি রে এই
হতাশাময় বর্তমান;
বিশ্বময় জাগায়ে তোল্
ভায়ের প্রতি ভায়ের টান;
ভুলিয়ে যা রে আত্মপর,
পরকে নিয়ে আপন কর্;
বিশ্ব তোর নিজের ঘর –
আবার তোরা মানুষ হ’।
শত্রু হয় হোক না, যদি
সেথায় পাস মহৎ প্রাণ,
তাহারে ভালো বাসিতে শেখ্,
তাহারে কর্ হৃদয় দান।
মিত্র হোক – ভণ্ড যে –
তাহারে দূর করিয়া দে;
সবার বাড়া শত্রু সে, —
আবার তোরা মানুষ হ’।
জগৎ জুড়ে দুইটি সেনা
পরস্পরে রাঙায় চোখ;
পুণ্য সেনা নিজের কর্,
পাপের সেনা শত্রুর হোক;
ধর্ম যথা সেদিকে থাক্,—
ঈশ্বরেরে মাথায় রাখ্;
স্বজন দেশ ডুবিয়া যাক –
আবার তোরা মানুষ হ’।।
[দ্বিজেন্দ্রগীতি, দেশাত্মবোধক গান]
Reviews
No reviews yet.