Untitled
অলক্ষিতে মুখে তার খ্যালে আলো জোছনার,
উজলি মধুর ধরা বিকাশি মাধুরী তার।
যবে সেই রহে পাশে, ধরণি কেমন হাসে;
চলে যায় অমনি সে হয়ে আসে অন্ধকার।
এ রহস্য গূঢ়তর; - যায় যদি শশীকর,
যায় না কুসুমগন্ধ, যায় নাকো কুহুস্বর;
বিহনে তাহার – সব থেমে যায়, গীতিরব;
শুকায় সৌরভ; যায় সব সুধা বসুধার।
[দ্বিজেন্দ্রগীতি]
Reviews
No reviews yet.