- '
আমার হৃদয়-শামাদানে জ্বালি' মোমের বাতি |
নবিজি গো ! জেগে' আমি কাঁদি সারা রাতি ||
আস্ মানেরই চাঁদোয়া-তলে
চাঁদ-সেতারার পিদিম জ্বলে
ওরাও যেন খোঁজে তোমায় আমার দুখের সাথী ||
দিনের কাজে পাইনা সময় যাই নিরালা রাতে
তোমায় পাওয়ার পথ খুঁজি গো কোরানের আয়াতে |
তোমায় পেলে পাব খোদায়-
তাই শরণ যাচি তোমারি পায়,
পাওয়ার আশে জেগে থাকি প্রেমের শয্যা পাতি' ||
ঝর্ লে পাতা, ডাক্ লে পাখী,
চম্ কে ভাবি : তুমি নাকি ?
মস্ জিদে যাই গভীর রাতে খুঁজি আঁতিপাঁতি ||
রোজ-হাশরে দেখা পাব মোরে সবাই বলে ;
তোমার বিহনে আমার ঘুম নাই নয়নে,
মোর জীবনে রোজ-কিয়ামত আসে প্রতি পলে |
বিষের সমান লাগে আমার দুনিয়ার যশ-খ্যাতি ||
Reviews
No reviews yet.