-

আমি এক ধর্ম-অনুরাগী ||
বাপ আমার গুষ্টি পোষেন, আমি হলেম সর্বত্যাগী
আমি লেখাপড়ায় অষ্টরম্ভা, কথা বলি লম্বা লম্বা ;
বাপকে ডাকি 'ওল্ড ফুল' বলে মা বেটি অভাগী,
ঘরের গিন্নীর ঝাঁটা খেয়ে আমি হয়েছি বিরাগী ||
তাই কাবু হয়ে গেছি গলে তাইতে দেশের সেবায় লাগি ||
শুনলে হরি নামাবলী অমনি আমি কেঁদে ফেলি,
কীর্তনে লাফাই আমি সারারাত্রি জাগি ||
লোকে বলে আঃ কি ভক্ত, আঃ কি অনুরাগী,
আমি কিন্তু যা করি তাই, সবই আমার নামের লাগি ||
শুনলেন তো আমার পরিচয়,
এদেশে আমার মত প্রায় সমুদয়,
তাই মুকুন্দ কেঁদে কেঁদে কয়,
সারা বাংলা খুঁজে পেল না সে তাহার দুঃখের একটা ভাগী ||

Rate this poem: 

Reviews

No reviews yet.