-

এ কোন মধুর শরাব দিলে আল্-আরাবী সাকী |
নেশায় হ'লাম দীওয়ানা যে রঙীন হ'ল আঁখি ||
তৌহীদের শিরাজী নিয়ে
ডাক্ লে সবায়, "যারে পিয়ে !"
নিখিল জগৎ ছুটে এল, রইল না কেউ বাকী ||

বসল তোমার মহ্ ফিল দূর মক্কা মদিনাতে
আল্ -কোরআনের গাইলে গজল্ শবে-কদর রাতে |
নর নারী বাদ্শা ফকীর
তোমার রূপে হয়ে অধীর
যা ছিল নজ্ রানা দিল রাঙা পায়ে রাখি' ||

তোমার কাসেদ খবর নিয়ে ছুটল দিকে দিকে
তোমার বিজয়-বার্ত্তা গেল দেশে দেশে লিখে |
লা-শরীকের জল্ সাতে তাই
শরীক হ'ল এসে সবাই,
তোমার আজান-গান শুনাল হাজার বেলাল ডাকি ||'

Rate this poem: 

Reviews

No reviews yet.