Untitled

এক নম্বর গায়কের গাওয়া
বাংলাভাষী নৌকোয় চেপে

পাড়াবেড়ানি মেরুণ ম্যালেরিয়া
এই বাতাস-সুখী বাশবনে
মেশিনহাসি-ঠোঁটে পড়ে আছে
খড়ল্যাংটো দ্যাবতার পায়ে
পানাপুকুরে সবুজ জলখোদাই
গায়ে মেখে ছাগলগন্ধা বোউটি
যখন ভোররাতে স্বনামে ফিরলেন
দেহস্তাবকদের আলিঙ্গন ধুতে
খটকা লেগেছিল যে ওনার দালালটা
কাজের লোক নাকি যৌনকর্র্মী

২৪ জুলাই ১৯৯৮

Rate this poem: 

Reviews

No reviews yet.