Untitled

তোরা কে যাবি চল্ দূর আরবে কে যাবি রে চল্|
যেথা নবী-নামে তপ্ত-মরুর বুক হ'ল শীতল||
যেথা, খোদায় কাবায় বাজ্ লো প্রথম আজান মধুর,
যেথা, প্রেম-দরিয়ায় এল নেমে তৌহীদেরি ঢল||
যেথা, শেরে-খোদার জুলফিকারের উঠ্ লো ঝনত্কার,
যেথা, পথের ধূলা মা ফাতেমার চুমলো চরণ-তল||
যেথা, পাপীর তরে হাসান হোসেন জান্ দিল কুরবান,
যেথা, রহমতের আঝোর-ধারা ঝরে অবিরল||

Rate this poem: 

Reviews

No reviews yet.