সাগরের কাছে গেলে নদী আর নদীটি থাকে না
তবু তার আজন্ম ইচ্ছের ব্রত সমুদ্রসঙ্গম
আগুনের সোহাগী ছোঁয়ায় পোড়ে পতঙ্গের প্রাণ
কে ফেরায় বল তার অগ্নিমুখী যাত্রা পারঙ্গম!
জন্ম মানে অমোঘ মৃত্যুর কাছে লেখা দাসখত
মানুষের কাঙক্ষা তবু পৃথিবীতে অযুত জীবন
কিছুটা প্রকাশ মানে বেশি কিছু গোপনের দায়
তবুও কলম পিষে রাত জাগে তৃষাতুর মন।