Untitled

দেখলেম ভাই জাতি কুলবিচারে |
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হিন্দু মুসলমান,
কালেতে ছাড়ে না কারে ||
যতক্ষণ রাস্তার উপরে ততক্ষণ জাত বিচারে,
খেয়াঘাটে গেলে পরে, এক নৌকায় সব চড়ে,
খেয়ার কড়ি ঘাট মাঝিতে সমান আদায় করে--
ঐ মাঝির সনে যান সুহৃদ পিরীত,
মাঝি সুহৃদে দুই একজন ছাড়ে ||
রেলগাড়ী আর স্টীমার তাতে জাতি যায় না রে |
মুসলমান ভাইতে আমাদের হুঁকার জলটি মারে |
আর এক বিচার বাংলা দেশের লোক-আচারে,
নমঃ কামায় না শ্রুত্রের নাপিতে,
মুসলমান কামাইতে পারে ||
দেখলেম ভাই শ্রীক্ষেত্রেতে, সবে খায় একত্রেতে,
মুসলমান জাতি মাত্র যেতে নাহি পারে |
দাস মুকুন্দ বলে হ'ল না রে বিচার--
কি হয় শেষে মোর কপালে ||
ভারতের ধর্মালয়ে হাকিমেরা বিচার করে,
দুই পক্ষের সাক্ষী শুনে সূক্ষ্ম বিচার করে,
সত্য মিথ্যা দেখেন তারা আইন অনুসারে--
কিবা হিন্দু কি মুসলমান--
সকলই এক গারদে ভরে ||

[কাঙ্গাল হরনাথের একটি গানকে নতুন রূপে ঢেলে চারণকবি মুকুন্দদাস গেয়েছিলেন ]

Rate this poem: 

Reviews

No reviews yet.