নতুন ভোটে এমপি হলো
নতুন নতুন লোক
কিন্তু যারা পরাজিত
করছে তারা শোক।
কীসের এত শোকের মাতম
কীসের এত ক্ষোভ?
এমপি হওয়ার জন্য কেন
করছে তারা লোভ?
দেশসেবকের পরিচয়ে
লুট করা যায় টাকা
এটাই নাকি আসল কারণ
যায় না চেপে রাখা।
এসব শুনে আমার মেয়ে
উঠলো দেখি হেসে
বলে বাবা লাভ কি তবে
দেশকে ভালোবেসে?