হাজার নেতার মধ্য থেকে যত্নে করে চয়ন
যোগ্য ভেবে নেত্রী দিলেন প্রার্থী মনোনয়ন
ঢাকায় এসে শপথ নিয়ে বসেন তারা সংসদে
বসেই যদি চেয়ে বলেন, 'খরচাপাতির অংশ দে'
সাধের গণতন্ত্র তবে উঠবে জেনো চরমে
তখন বলুন নেত্রী কোথায় মুখ লুকোবেন শরমে?
শপথ নিলেন দেশের নামে দেশের ভালো করতে
দেশের ভালো হতেই হবে, হোক না কঠিন শর্তে!