Untitled


তুমি আমার অভিমানের
রঙ দেখনি তাই
কথায় কথায় আঘাত হানো
আমি কেমন অবাক হয়ে যাই ।


কে করেছে আমার মতো
এমন অনুভব
কে দেখেছে প্রাণের চোখে
তোমার অবয়ব...... ।



ঘরে পরে তফাত আমার
কখন গেছে ঘুচে
তবু লোকে সকাল বিকাল
ঘরের খবর পুছে..... ।

[তিনটি কবিতা থেকে নেয়া....]

Rate this poem: 

Reviews

No reviews yet.