টিপেটিপে লিখিলাম একখানি ছড়া
যন্ত্রের পর্দায় যাবে তারে পড়া
নেই তাতে বাড়াবাড়ি ধমকানি কড়া
ভাষাতেলে ভাজিয়াছি আবেগের বড়া
ধরাকেই আমি জ্ঞান করিয়াছি সরা
তবু যদি পড়ে কারো চোখ ছানাবড়া
দোষী ভেবে পরাতেই আনে হাতকড়া
মাথা পেতে নিব সব শাস্তির ঘড়া-
সুখে মুখ লাল করি খেয়ে পানপড়া
পাঠকের মনটাকে গেল তবু ধরা!