Untitled

এল আবার ঈদ ফিরে এল আবার ঈদ, চল ঈদ্ গাহে |
যাহার আশায় চোখে মোদের ছিল না' রে নিদ ; চল ঈদ্ গাহে ||
শিয়া সুন্নী, লা-মজ্হাবী একই জামাতে
এই ঈদ্ মোবারকে মিলিবে একসাথে,
ভাই পাবে ভাইকে বুকে,
হাত মিলাবে হাতে;
(আজ) এক আকাশের নীচে মোদের একই সে মস্ জিদ--চল ঈদ্ গাহে ||

ঈদ এনেছে দুনিয়াতে শির্ ণী বেহেশ্ তী,
দুশমনে আজ গলায় ধ'রে পাতাব ভাই দোস্তী ;
জাকাত দেব ভোগ-বিলাস আজ গোস্ সা বদ্ মাস্তি,
প্রাণের তশ্ তরীতে ভ'রে বিলাব তৌহীদ---চল ঈদ্ গাহে ||
আজিকার এ ঈদের খুশী বিলাব সকলে,
আজের মত সবার সাথে মিলব গলে গলে,
আজের মত জীবন-পথে চল্ ব দলে দলে
প্রীতি দিয়ে বিশ্ব-নিখিল ক'রব রে মুরীদ্--- চল ঈদগাহে ||

Rate this poem: 

Reviews

No reviews yet.