Untitled

উন্মন্থিত দুটি হাত কোমল মুঠোয়
প্রত্যাহত কাকস্নান প্রণয়ের বিলে।
চারচোখে খুঁজে পাবে সুশীতল ছায়া
দুজনে মুখর হব ভেঙচি ও কিলে।

আবার হয়তো দেখো হাত ধরে হাতে
ঢিল ছুঁড়ে একসাথে পেড়ে খাব আম
চুলগুলো উড়ে গেলে খোঁপা বেঁধে দেব
যতনে লাগিয়ে দিও জামার বোতাম।

অবিভাজ্য তবু সেই সোনালি বিকেল
এত খুঁজে পেলে নাকো ভাজকের রেশ
হারানো সকাল চাই ভগফল পেতে
ভালবাসা উপাচার থাক অবশেষ।

তোমাকে মেনেছি সাথী, অনাঘ্রাতা ফুল
জীবনের নৈশগাড়ি ভেঙে দেয় ভুল।

Rate this poem: 

Reviews

No reviews yet.