Author Tapan Bagchi দেখ রে সকল জগদ্বাসী জ্বলছে ফিলিস্তিন মোড়লগুলো বগল বাজায় নাচছে তা ধিন ধিন। আজকে যারা গুলি-বোমায় জ্বালায় শহর গাজা কে নেভাবে তীব্র আগুন কে-ই-বা দেবে সাজা! সবাই এখন আঙুল চোষে কিংবা বাঁজায় বাঁশি তাদের মুখে শান্তিবাণী শুনে কেবল হাসি। Rate this poem Select ratingGive it 1/5Give it 2/5Give it 3/5Give it 4/5Give it 5/5 No votes yet Rate Log in or register to post comments