Untitled

সারা গলফ গ্রীনে-ই রাধাচূড়া আর কৃষ্ণচূড়া !
যৌবন গরবে ডগমগ করে !
নিজেকে ফুটিয়ে তুলতে, ঐরকম অন্য কাউকে
দেখিনি তেমন !

শালিখের ঝাঁক, কোকিলের ডাকও শোনা
যায় ! কে জানে, কোন সবুজ প্রবীণ বৃক্ষের
আড়ালে অমন আকুলভাবে সে ডাক দিয়ে ফেরে !
মাঝে মাঝে দলবদ্ধ টিয়াদেরও উড়ে যেতে --

দেখেছি ! দুতিনটে চড়ুই একেবারে অন্দরে সেঁধিয়ে
দারুণ হুজ্জত বাধাতে চায় ! কলকাতার পাখিও
কম যায় না | জানালার শার্সি খুলতে সামান্য বিলম্ব
হলে ঠুকঠুক করে জানান দিতে চায়, ‘এবার উঠে পড়ো' --

উঠে পড়ি, হাঁটি চক্রাকারে | সেন্ট্রাল পার্ক কেন্দ্র করে !
লক্ষ করি :
রাধাচূড়া দাঁড়িয়ে রয়েছে, অস্থির ভিতরে ভিতরে,
কৃষ্ণচূড়া দাঁড়িয়ে রয়েছে, অস্থির ভিতরে ভিতরে --

Rate this poem: 

Reviews

No reviews yet.