Untitled

করেছি পণ, নেব না পণ
বৌ যদি হয় সুন্দরী |
কিন্তু আমায় বলতে হবে
স্বর্ণ দেবে কয় ভরি |

স্যাকরা ডেকে দেখবো নিজে
আসল কিংবা কম্ দরী |
সোনায় হবে সোহাগা যে
বৌ যদি হয় সুন্দরী |

তোমরা সবে সুধাও তবে-
আমিই বা কোন কার্তিক !
প্রশ্ন শুনে কোথায় যাব
বন্ধ দেখি চার দিক |

মানতে হলো দরকারটা
উভয়তই আর্থিক |
স্বর্ণের নাম সুন্দরী, আর
মাইনের নাম কার্তিক |

- ১৯৪

Rate this poem: 

Reviews

No reviews yet.