Untitled

তারই 'পরে তব কোপ গো বন্ধু, তারই 'পরে তব কোপ,
যে-জন কিছুতে গিলিতে চায় না এই প্রকৃতির টোপ |
সুনীল আকাশ, স্নিগ্ধ বাতাস, বিমল নদীর জল,
গাছে গাছে ফুল, ফুলে ফুলে অলি, সুন্দর ধরাতল !
ছবি ও ছন্দে তোমারি দালালি করিছে স্বভাব কবি,
সমসুন্দর দেখে তারা গিরি সিন্ধু সাহারা গোবি |
তেলে সিন্দুরে এ সৌন্দর্যে 'ভবি' ভুলিবার নয় ;
সুখ দুন্দুভি ছাপায়ে বন্ধু ওঠে দুঃখেরি জয় |
মিলনসাগর.কমঅতল দুঃখ-সিন্ধু মিলনসাগর.কম
হাল্কা সুখের তরঙ্গ তাহে নাচিয়া ভাঙিছে ইন্দু |
তাই দেখে যারা হয় মাতোয়ারা তীরে ব'সে গাহে গান
হয় গো বন্ধু তোমার সভায় তাহাদেরি বহু মান |
দিগন্তপারে তরঙ্গ-আড়ে যারা হাবুডুবু খায়,
তাদের বেদনা ঢাকে কি বন্ধু, তরঙ্গ-সুষমায় ?
মিলনসাগর.কমবজ্রে যে জনা মরে,মিলনসাগর.কম
নবঘন-শ্যাম-শোভার তারিফ সে-বংশে কে বা করে ?
মিলনসাগর.কমঝড়ে যার কুঁড়ে উড়ে --
মলয়-ভক্ত হয় যদি, বলো কী বলিব সেই মূঢ়ে |
ফাল্গুনে হেরি' নব কিশলয় যারা আনন্দে ভাসে,
শীতে-শীতে ঝরা জীর্ণ পাতার কাহিনী না মনে আসে,
ফল দেখে যার নাহি কাঁদে প্রাণ ঝরা ফুলদল লাগি,
তারা সভাকবি, আমরা বন্ধু, সুখবাদী বৈরাগী |
এই বিশ্বের ব্যবসার লাভ বন্ধু তুমি তো জানো
একা ব'সে যবে রাতের খাতায় দুঃখের জের টানো ||
জমাখরচের কৈফ্যত্ কেটে বাকি যে ফাজিল কত,
বাহির বিজ্ঞাপনে যাই বলো, -- অন্তরে বুঝেছ তো !
মিলনসাগর.কমবজায় থাকিতে খ্যাতি, --
সহসা জ্বালাবে কোন সন্ধ্যায় প্রলয়ের লাল বাতি !
সুখে মোড়া দুখে ভরা কত বড়ো রচিয়াছ কৌশল,
এ-ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণেড রঙিন মাকাল ফল |
সৌন্দর্যের পূজারী হইয়া জীবন কাটায় যারা,
সত্যের শাঁস কালো ব'লে খাসা রাঙা খোসা চোষে তারা ||
তারা -মিলনসাগর ডট কমের কবিতা- সুখবাদী বৈরাগী |

বাহিরের এই প্রকৃতির কাছে মানুষ শিখিবে কিবা ?
মায়াবিনী নরে বিপথযাত্রী করিছে রাত্রিদিবা |
চটক বা চখা কি জানে প্রেমের ? বকে কি শেখাবে ধর্ম ?
সহজস্বাধীন হিংস্র শ্বাপদ বুঝাবে জীবন মর্ম !
তরণ্য-করু জপিছে অন্ধ ঠেলাঠেলি অবিরাম,
কুসুম অলির অবাধ প্রণয়, উভয়ত কি আরাম !
বজ্র লুকায়ে রাঙা মেঘ হাসে পশ্চিমে আনমনা --
রাঙা সন্ধ্যার বারান্দা ধ'রে রঙিন বারাঙ্গনা !
খাদ্যে-খাদকে বাদ্যে-বাদকে প্রকৃতির ঐশ্বর্য,
ষড়-ঋতু ছলে ষড়-রিপু খেলে কাম হ'তে মাত্সর্য |
ছলে-বলে-কলে দুর্বলে হেথা প্রবল অত্যাচার ;
এ যদি বন্ধু হয় তব ছায়া, কায়া তো চমত্কার !
মিলনসাগর.কমশুনহ মানুষ ভাই !
সবার উপরে মানুষ শ্রেষ্ঠ, শ্রষ্টা আছে বা নাই |
যদিও তোমারে ঘেরিয়া রয়েছে মৃত্যুর মহারাত্রি,
সৃষ্টির মাঝে তুমিই সৃষ্টিছাড়া দুখ-পথ যাত্রী |
তোমাদেরি মাঝে আসে মাঝে-মাঝে রাজার দুলাল ছেলে,
পরের দুঃখে কেঁদে-কেঁদে যায় শত সুখ পায়ে ঠেলে |
কবি-আরাধ্য প্রকৃতির মাঝে কাথা আছে এর জুড়ি ?
অবিচারে মেঘ ঢালে জল, তাও সমুদ্র হ'তে চুরি !
সৃষ্টির সুখে মহাখুশী যারা তারা নর নহে, জড় ;
যারা চিরদিন কেঁদে কাটাইল তারাই শ্রেষ্ঠতর |
মিথ্যা প্রকৃতি, মিছে আনন্দ, মিথ্যা রঙিন সুখ ;
সত্য সত্য সহস্র গুণ সত্য জীবের দুখ !
তারা -মিলনসাগর ডট কমের কবিতা- সুখবাদী বৈরাগী |

সত্য দুখের আগুনে, বন্ধু, পরাণ জখন জ্বলে,
তোমার হাতের সুখ-দিখ-দান ফিরায়ে দিলেও চলে |

Rate this poem: 

Reviews

No reviews yet.