এই শহরে আমার চেয়ে কে বেশি আজ সুখী
শেষ বিকেলের সবুজ রোদে ভ্রষ্ট চাঁদের রেখা
ঘোমটা-টানা বধূর মতো দিচ্চে যেন উঁকি
নতুন পরিচয়ে আমার এই তো প্রথম দেখা।
সংখ্যাতত্ত্বের হিসেবে পাঠে ভুল করেছি রোজ
জেনেও তোমার ফুল্ল জীবন আজকে আমার সাথে
যোগ করেছ! বেভুল ভ্রমর, একটুখানি খোঁজ
নিতে এমন কী দোষ ছিল কালকে গভীর রাতে!
তুমি আমার কাক্সিত মুখ স্বপ্নঘুমের ছবি
তোমার নামে এই হৃদয়ের সকল সমর্পণ
ফুলের ঘ্রাণে টের পেয়েছে রাত-জাগা এই কবি
এই শহরে ফাগুন আসার তুমুল আয়োজন।